kolkata

Apr 23 2023, 19:46

*চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স*


কেকেএনবি:আইপিএলের খেলায় আজ কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স। এর আগে আইপিএল এ মোট ২৯ বার দুই দল মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ১৮ বারই জেতে চেন্নাই সুপার কিংস এবং ১০বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স। একটি ম্যাচ ছিল অমীমাংসিত। ইতিমধ্যেই আইপিএলের পর পর তিনটি ম্যাচ হেরে কলকাতা নাইট রাইডার্স ধোনির থেকে এই ম্যাচ ছিনিয়ে নিয়ে কি জয়ের মূল স্রোতে ফিরতে পারবে ? নাকি মাহেন্দ্র সিং ধোনি তার ক্রিকেট ক্যারিয়ারের সায়ান্নে এসে ইডেন থেকে নাইট রাইডার্সকে হারিয়ে সুখস্মৃতি নিয়ে ফিরতে পারবে ? সেটাই দেখার। কলকাতা নাইট রাইডার্স টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেন।

ছবি: খবর কলকাতা (সঞ্জয় হাজরা)।

kolkata

Apr 22 2023, 17:20

*" আপনি সংখ্যালঘুদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেন : শুভেন্দু*


রেড রোডে ইদের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণের পাশাপাশি এনআরসি ইস্যুতে সুর চড়ান মুখ্যমন্ত্রী। মমতার সেই বক্তব্য টুইট করে পালটা মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মমতার বক্তব্যের একটি অংশ টুইট করে তাঁর বিরুদ্ধে ইদের অনুষ্ঠান বিষাক্ত করার অভিযোগ করেন শুভেন্দু। তাঁর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের শুধুমাত্র 'ভোটব্যাঙ্ক' হিসেবেই ব্যবহার করছেন।

টুইটে শুভেন্দু লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী। ইদ উল ফিতরে মুসলিম সমাজকে শুভেচ্ছা জানানোর ধরন এইরকম? আপনি তাঁদের শুধুমাত্র নিজের ভোটব্যাঙ্ক হিসেবেই দেখেন? আপনি সকালেই তাঁদের অনুষ্ঠানকে বিষাক্ত করেছেন। সাম্প্রদায়িক রাজনীতির জন্য আজ হোক কী কাল, আপনাকে ভারী মূল্য চোকাতে হবে।"

kolkata

Apr 21 2023, 17:00

*নিয়োগ দুর্নীতি কাণ্ডে নয়া মোড়ঃ তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে সিবিআই হানা*

তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হানা। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে সিবিআইয়ের একটি দল তেহট্টে কড়ুইগাছিতে পৌঁছয়। সঙ্গে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ইতিমধ্যেই নিয়োগ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তাপস সাহার। যদিও পাল্টা তিনি দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভুল।

সেই তাপসের বাড়িতেই এদিন হানা সিবিআইয়ের। ঠিক এভাবেই গত শুক্রবার তৃণমূলের আরেক বিধায়ক মুর্শিদাবাদের বড়ঞার জীবনকৃষ্ণ সাহার আন্দির বাড়িতে হানা দেয় সিবিআই। আপাতত সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বড়ঞার বিধায়ক। এবার শাসকদলের আরেক বিধায়কের বাড়িতে সিবিআই।

kolkata

Apr 21 2023, 16:59

*জীবনকৃষ্ণ সাহাকে আদালতে পেশ করল সিবিআই*

শেষ হলো তৃণমূল বিধায়কের সিবিআই হেফাজতের মেয়াদ। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আবার আদালতে পেশ করল সিবিআই। বিধায়ককে আরো পাঁচ দিনের হেফাজতে চাইলো সিবিআই। "অযোগ্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে তুলেছেন কোটি কোটি টাকা", নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে এমনটাই দাবি করলো সিবিআই। দাবি, ফোন পুকুরে ফেলে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেছেন তিনি।

পাশাপাশি যারা মামলার চার্জশিটে অভিযুক্ত, তাদের টাকা পাঠানো হয়েছে। সিবিআই আধিকারিকদের দাবি, চাকরি বিক্রির এজেন্ট হিসেবে কাজ করেছেন জীবনকৃষ্ণ। তল্লাশির সময়ে প্রচুর নথি পাওয়া গেছে। "যে নথি পাওয়া গিয়েছে সেগুলি তো আপনার মক্কেলের বাড়িতে থাকার কথা নয়", জীবনকৃষ্ণর আইনজীবীকে পাল্টা দিলেন বিচারক।

kolkata

Apr 21 2023, 16:49

পুরসভায় নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে পারবে সিবিআই নির্দেশ হাইকোর্টের


কলকাতা: নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার অয়ন শীলের কাছ থেকে উদ্ধার হওয়া নথির ভিত্তিতে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এবার পুরসভায় নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে পারবে সিবিআইও বলে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ, প্রয়োজন মনে করলে নতুন এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই। অয়ন শীলের বাড়ি থেকে যে নথি উদ্ধার করেছে ইডি সেই সূত্র ধরে তদন্ত করতে পারবে সিবিআই।

আগামী ২৮ এপ্রিল সিবিআই তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করবে সিবিআই। আদালতের নির্দেশ, ডিজি এবং মুখ্যসচিবকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে সবরকম সহযোগিতা করতে হবে। নিয়োগ দুর্নীতির প্রসঙ্গে বিচারপতি বলেন, সাধারণ মানুষ ১০ হাজার টাকা উপার্জনের জন্য খেটে মরছে। আর অর্পিতা মুখোপাধ্যায়েরদের কাছে এত টাকা আসে কোথা থেকে।

তাঁর মন্তব্য, একাংশের রাজনৈতিক ব্যক্তিদের কাছে কোটি কোটি টাকা। আসছে কোথা থেকে সেটা জানা দরকার।এইসব নেতাদের ছুঁলেই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। আর সাধারণ মানুষকে ছুঁয়ে দেখুন বাজারে তাদের কত দেনা আছে। তাঁর প্রশ্ন, এই জন্যই কি স্বাধীনতা সংগ্রামীরা জীবন দিয়েছিলেন? দেশের মালিক জনগণ। দুটো, চারটে, পাঁচটা ব্যাবসা থাকলেই কেউ দেশের মালিক হয়ে যায় না। দেশের আসল মালিক তার জনগণ।

সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারপতি বলেন, এই ব্যাপক দুর্নীতির তদন্ত আর কতজন আধিকারিক আপনাদের লাগবে আমাকে জানান। শেষ দুমাসের থেকে সিবিআই ভালো কাজ করছে। ইডিও বুদ্ধিমত্তার সঙ্গে ভালো কাজ করছে বলে মন্তব্য করেন বিচারপতি।

kolkata

Apr 21 2023, 15:12

কাঁথিতে বৈশাখী মেলার অনুমতি কলকাতা হাইকোর্ট


কলকাতা: পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বৈশাখী মেলা আয়োজনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।স্থানীয় প্রভাত কুমার কলেজের মাঠে এই মেলা হওয়ার কথা। শুক্রবার শর্তসাপেক্ষে মেলা করার অনুমতি দিলেন বিচারপতি শম্পা সরকার। আগামী ৪৫ দিন ধরে চলবে এই মেলা। আগামী ২৪শে এপ্রিল মেলা শুরুর জন্য গাইডলাইন তৈরির জন্য বৈঠকের ব্যবস্থা করতে প্রশাসনকে নির্দেশ দিল হাইকোর্ট।

ওই বৈঠকে থাকবে কলেজের পরিচালন সমিতি, জেলা পরিষদের সভাধিপতি বা তার প্রতিনিধি, মহকুমাশাসক, কাঁথি পুরসভার চেয়ারম্যান, কাঁথি থানার আইসি এবং মেলার আবেদনকারীরা। মেলার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হওয়া মামলাকারিদের অভিযোগ, সব বৈধ অনুমতি থাকা সত্ত্বেও জেলা পরিষদ অনুমতি দিচ্ছে না।

kolkata

Apr 21 2023, 12:32

*আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় সরকার!*

আদালতের নির্দেশ মেনে অবশেষে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে রাজ্য সরকার । বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে চিঠি দিয়ে যৌথ সংগ্রামী মঞ্চকে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টেয় নবান্নের১৩ তলায় সভাগৃহে হবে এই বৈঠক। যৌথ সংগ্রামী মঞ্চের ৫ সদস্যকে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। রাজ্য সরকারের তরফে সেখানে উপস্থিত থাকবেন মুখ্যসচিব ।

kolkata

Apr 21 2023, 12:15

আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বাড়িতে সিআইএসএফ নিরাপত্তা


কলকাতা : কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বাড়িতে সিআইএসএফকে নিরাপত্তা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে এই ক্ষেত্রে নিরাপত্তার জন্য আসা কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যাবস্থা নিয়ে তৈরি হওয়া সমস্যা দূর করতে হবে আবেদনকারীকেই বলে জানিয়ে দিয়েছে আদালত।

বিচারপতি রাজা‌শেখর মান্থার নির্দেশ, এক মাসের জন্য আপাতত কৌস্তভকে ওই নিরাপত্তা দেবে বাহিনী। তবে, কতদিনের জন্য এবং কতজন করে জওয়ান এই নিরাপত্তা দেবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাহিনীই, বলে পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি।

কেন্দ্রীয় জানায়, এই বাহিনী সাধারণত শিল্প ক্ষেত্রে নিরাপত্তা দিয়ে থাকে। রাজ্য বলে, এতদিন রাজ্যের পুলিশ নিরাপত্তা দিয়ে আসছে। সেখানে কোনো অভিযোগ নেই এখনও পর্যন্ত। কিন্ত মামলাকারী কৌস্তভের দাবী, বিরোধী রাজনীতি করার কারণে তিনি শাসক দলের বিরাগ ভজন। তাই তার উপর হামলার আশঙ্কা থাকছে।

এরপরেই আদালত পুলিশের পরিবর্তে সিআইএসএফকে নিরাপত্তার দায়িত্ব দেয়। মামলার পরবর্তী শুনানি হবে ১১ মে।

kolkata

Apr 21 2023, 12:14

পুরনো বিবাদের জেরে ফের কামারহাটিতে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ


কলকাতা: বেশ কিছুদিন আগে তৃণমূলের রোহিত সিং ও তৃণমূল ছাত্র পরিষদ নেতা দেবজ্যোতি দের গোষ্ঠীর মধ্যে মারপিটের ঘটনা ঘটে । সেই পুরনো বিবাদকে কেন্দ্র করেই এবার বেলঘড়িয়া আদর্শপল্লী এলাকায় তৃনমূল ছাত্র পরিষদ নেতা দেবজ্যোতি দের গোষ্ঠীর ওপর রোহিত সিং এর দলবল আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ । অভিযোগ বাশ, হকি স্টিক ও পিস্তল দিয়ে হামলা চালানো হয় ।

ঘটনায় আহত হয়েছে ৪ জন তৃণমূল ছাত্র পরিষদ কর্মী । আহতদের অভিযোগ রোহিত সিংহের গোষ্ঠীরা হামলা চালানোর সময় কামারহাটি পৌরসভার নির্দল প্রার্থী বাবু মন্ডলের নাম নিয়ে হামলা চালায়। অভিযুক্ত রোহিত সিং বাবু মণ্ডলের ঘনিষ্ঠ বলে জানিয়েছে আহত তৃণমূল ছাত্র পরিষদের কর্মী । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয় এলাকায় । আহতদের সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ।

অভিযুক্তদের নামে বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহত তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা । অভিযুক্ত রোহিত সিং এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত । ঘটনায় যাদের দিকে অভিযোগের আঙ্গুল সেই নির্দল পৌরপিতা বাবু মণ্ডল ও রোহিত সিং এর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । কামারহাটিতে তৃণমূলের এই গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব । বিজেপি নেতা জয় সাহা বলেন, তৃণমূলের সময় ঘনিয়ে এসেছে । কামারহাটিতে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে ।

kolkata

Apr 20 2023, 15:54

বীভূমের দেউচা পাঁচামিতে আধিগৃহিত জমির জন্য যদি পরিবারকে চাকরি দেওয়া হয়, তবে রাজ্যের অন্যত্র নয় কেন, প্রশ্ন হাইকোর্টের


কলকাতা: বীরভূমের দেউচা পাঁচামিতে আধিগৃহিত জমির জন্য যদি পরিবারকে চাকরি দেওয়া হয়, তবে রাজ্যের অন্যত্র নয় কেন? প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের। এমন কি ক্ষতি পূরণের অঙ্কের ক্ষেত্রেও কি করে দেউচার ক্ষেত্রে আলাদা হিসেবে ক্ষতি পূরণ, তাই নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।

নদীয়ার কৃষাণগঞ্জ থানা এলাকায় সীমান্ত পথ ও রাস্তা তৈরির জন্য অধিগৃহিত জমির জন্য কেন্দ্রীয় আইন না মেনে ক্ষতিপূরণের মামলায় এই প্রশ্ন তুললো হাইকোর্ট। রাজ্য সরকারকে এই ব্যাপারে ব্যাখ্যা দিতে হবে নিজেদের অবস্থান জানিয়ে। একইসঙ্গে নদীয়ার জেলা শাসককে হলফনামা দিয়ে জানাতে হবে কোন আইনে ক্ষতি পূরণের কথা বলে অধি গ্রহণের নোটিস দেওয়া হয়েছে। ১৩ জুন দুপক্ষকে এই হলফনামা দিতে হবে আদালতে।

নদীয়ার জমি দাতারা কেন্দ্রীয় সরকারের ২০১৩ সালের নতুন আইনে ক্ষতি পূরন চান। তাদের আইনজীবী অরিন্দম দাস বৃহস্পতিবার দেউচার ক্ষতি পূরণ ও চাকরির প্যাকেজ সংক্রান্ত রাজ্যের নথি আদালতে জমা দেন। একইসঙ্গে নদীয়ার অধি গ্রহণের প্যাকেজ জমা দেন। তার অভিযোগ, সরকারি কাজে অধিগ্রহণের ক্ষেত্রে রাজ্যের নীতি দু রকম। দেউচায় যদি জমি দিলে এত রকম সুযোগ সুবিধা পাওয়া যায়, অন্য ক্ষেত্রে তাহলে কেনো এই বঞ্চনা? রাজ্যের আইনজীবী নদীয়ার জমি দাতাদের জেলা শাসকের কাছে আবেদন জানানোর কথা বলেন। কিন্তু আদালত তা খারিজ করে দিয়ে রাজ্যের কাছে হলফনামা তলব করে।